বুধবার, ১১ এপ্রিল, ২০১২

কান্না

কান্না। মানুষের একান্ত সময়ের একান্ত অনুভূতি।
একে এড়িয়ে বাঁচা যায় না। আমাদের কাঁদতেই হয়।
এটাই সত্য। তবু অন্যের কান্না দেখে খারাপ লাগে।
যদিও জানি-কান্নাও এক ধরনের ঔষধি।
কান্নার সময়ে শান্তি লাভ হয়, কান্নার পরে প্রশান্তি আসে।
একেক জন একেক কারণে কাঁদে। তবে সেই সময়ের অসহায় অনুভূতিটা মনে হয় একই।