বুধবার, ২৮ ডিসেম্বর, ২০১১

ঘর পালানো ছেলে -------------- বাকীউল আলম

ঘর পালানো ছেলে
বাকীউল আলম


স্তব্দ্ধ্ নিঝুম গভীর রাতে দূর আকাশের তারা
আমায় খুজে না পেলেই হয় যে দিশেহারা
দুঃখ এবং অভিমানে গাঁথা করুন সুরে
আকাশ থেকে যায় হারিয়ে অনেক অনেক দূরে ।

রঙ বে রঙের পাখিগুলো ভর দুপুরে রোজ
মিষ্টি গানের সুর ছড়িয়ে আমায় করে খোঁজ
ইচ্ছে করেই আমি যদি আড়াল হয়ে থাকি
অভিমানে বন্ধ করে গান ও ডাকাডাকি ।

আমায় খুজে না পেলে ঐ বৈশাখী মেঘ রেগে
হইহুল্লোড় বাঁধিয়ে দিয়ে বয় যে ঝড়ের বেগে
আকাশ বাতাস কাঁপিয়ে নামায় কালবোশেখী ঝড়
নেয় উড়িয়ে গাছপালা আর নেয় উড়িয়ে ঘর।

ঢেউ এর তালে তরতরিয়ে চলতে গিয়ে নদী
হঠাৎ আমায় কখনো বা খুঁজে না পায় যদি
রাগের চোটে বুকে তোলে উথালপাথাল ঢেউ
সে সব কেবল আমিই বুঝি বোঝে না আর কেউ।

তোমরা এখন বলো দেখি হয় কখনো তা কি
রাগিয়ে তাদের কেমন করে ঘরের ভেতর থাকি
বন্দী হয়ে যায় কি থাকা এই মিতালী ফেলে
তাইতো আমি দস্যি এবং ঘর পালানো ছেলে ।

দৈনিক সংবাদ ৩১.১০.৯০

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন