শুক্রবার, ২ মার্চ, ২০১২

“ঝুম বৃষ্টি নীল আকাশ”


ঝুম বৃষ্টি নীল আকাশ

Send By Nirjhor Chowdhury Neel

সকালবেলায়ই কোথাকার কোন ছেলে অপার মেজাজটা খারাপ করে দিলবাসায় কেউ না থাকায় ভেবেছিল ইচ্ছামত ইয়াহু তে চ্যাট করবে আজকিন্তু ফেসবুকে ছেলেটা মুডটাই নষ্ট করে দিলবাইরে যাওয়ার কোন উপায় নেইঝুম বৃষ্টিবারান্দায় গিয়ে দাঁড়ায়, বৃষ্টি দেখেঅপা ভাবে, বৃষ্টি কত স্বচ্ছকিন্তু চারপাশটাকে কী রকম ঝাপসা করে রাখে

বৃষ্টিও তাকে দেখে, ষোল বছরের কিশোরীচেহারার মাঝে আছে এক অদ্ভুত সারল্যমনে হয় জলের মতই স্বচ্ছ মেয়েটিকিন্তু চোখ ভর্তি চাপা অভিমান্যে অভিমানের মাঝে সে যেন নিজেকে হারিয়ে ফেলেছে

আকাশের মেঘ আর বৃষ্টি সেই রহস্যভেদের খেলায় নামেকিসের জন্য, কার জন্য এত অভিমান ! কে? অপা মেঘে ঢাকা আকাশ দেখেকিন্তু তার চোখ খুঁজে ফেরে নীল আকাশসত্যি কি নীল আকাশ? নাকি শুধুই নীল. . .

নীল, অপার দেখা সবচেয়ে বিচ্ছু ছেলেযাকে প্রথমে অপা একদম পছন্দ করতে পারেনিযার কথার জ্বালায় অপা ক্লাশে একদম মনোযোগ দিতে পারত নাহয়ত তখন থেকেই শুরু হয়েছিল মনোযোগ অথবা মন হারানোর পালা

আচ্ছা, মন হারালে তাকে কি বলে? ভালবাসা? অপা জানে না ভালবাসা শব্দটা তার কাছে এতটাই ঝাপসা, রহস্যঘেরা আর নিষিদ্ধ, সে আসলেই জানে না ভালবাসা কীসে শুধু এটুকুই জানে, নীল যখন তার অপরাজিতা নামটা ছোট করে অপা বলে ডেকেছিল, তার শুনতে খারাপ লাগে নি

কিংবা নীল যখন পেছন থেকে ওকে ডাকত, ও কিছু না বলে শুধু সহ্য করে নিতকেন জানি নীল না এলে মনটা খারাপ হতদুই দিন দেখা না হলে অকারণে দু'চোখ ঝাপসা হয়ে যেতমনে হত হতচ্ছাড়া নীলটা আজ কেন আসেনি ! সে আজ কার সাথে ঝগড়া করবেকে তাকে খেপাবে? কেন জানি নীলের খাতায় নাম লিখে দেয়াটা নিজের কাজ বলে মনে হত

নীলের হাতঘড়ির সময়টা এলোমেলো করে দিতে ভাল লাগতহয়ত সে নিজের অজান্তেই সময়টাকে আটকে রাখতে চেয়েছিল তাদের ১৫ বছর বয়সে

কিন্তু সে কোনদিন কল্পনায়ও ভাবেনি নীল হারিয়ে যাবেতার চোখে বৃষ্টি ঝরাবেগত এক বছর অপা কারও কাছে নীলের কথা জানতে চায়নিকারও কাছে খোঁজ নেওয়ার চেষ্টা করেনিসবাই অন্তত তাই দেখেছেভেতরের অপা তো শুধু অপেক্ষায় আছে

নীল তার পাশে চুপটি করে দাঁড়াবে আবারআস্তে করে জানতে চাইবে, "কী, মন খারাপ?" তখন অপা তার দিকে তাকিয়ে নিজেকে লুকানোর হাজার রকম চেষ্টা করবেতার চোখ দুটো বলতে চাইবে, "ভালো আছো তো?"

আচ্ছা, নীল কি সেই আগের মতই আছে, নাকি বদলে গেছে? সে কি স্কুলের টিফিনের মতই কেড়ে নেবে অপার কষ্ট আর একাকীত্বগুলো? আগের মত করে বলবে, "পালাবে আমার সঙ্গে?" এবার অপা আর নিজেকে লুকিয়ে রাখতে পারবেনা

অপা ঝাপসা চোখে বৃষ্টি দেখেবলে, "নীল, তোমার কি আমার কথা মনে আছে? নাকি তুমি আমায় ভুলে গেছ? নাকি তুমিও আমায় তোমার চোরাচোখে খুঁজে বেড়াচ্ছ আমারই মতো?

আমি বৃষ্টির জলের সঙ্গে মিশিয়ে দিলাম আমার ইচ্ছেগুলোমেঘকে বলে দিলাম সে যেন আমার চাওয়াটুকু তোমায় পৌঁছে দেয়আর আমি রইলাম প্রতিক্ষায়. . .

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন