বুধবার, ১৪ মার্চ, ২০১২

বাবার কাছে
হাসনাত আমজাদ

(উৎসর্গ; ছড়াকার বন্ধু প্রবীর বিকাশ সরকার-কে)
বিদেশ থেকে আসছে টিনা 
আসছে বাবার কাছে
বাবাটি তার কত আপন
জানা কি তা আছে ?

জানে বোধ হয় , নইলে কি আর
এইভাবে কেউ আসে ?
দূরে থেকেও হয়তো বা সে
স্বপ্ন সুখে ভাসে ।

স্বপ্ন আছে দেশ নিয়ে তার
স্বপ্নমধুর স্মৃতি
গ্রামের ছবি ,বাবার স্নেহ
ভালবাসা, প্রীতি।

মা থাকে তার কাছেই, বাবা
দেশে, অনেক দূরে
ঘুম পাড়াত ছেলেবেলায়
বাবা গানের সুরে।

ছুটতো মাঠে, কাঁধে টিনা
ছুটতো নদীর ধারে
বাবার মত বাসতে ভালো
আর তাকে কেউ পারে ?

মন ছুটে তাই বাবার কাছে
মন কত কি বলে
তাকিয়ে আছে বাবা,দুচোখ
ভাসছে চোখের জলে।
 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন