বুধবার, ১৪ মার্চ, ২০১২

তখন একাত্তর
জুলফিকার শাহাদাৎ


তখন একাত্তর,
আমার ঘরে নামলো যখন ঝড়;
তখন একাত্তর।

একাত্তরের ছাব্বিশে মার্চ রাতে,
হিংস্র ক’জন দানো এল অস্ত্র নিয়ে হাতে-
সবাই তখন ঘুমিয়েছিলাম, এই সুযোগে তারা,
জ্বালিয়ে দিল পাড়া।

দাউ দাউ দাউ আগুন শিখায় জ্বললো বাড়িঘর,
তখন একাত্তর।
তখন একাত্তর।

সবাই সেদিন দেশ বাঁচাতে মিলিয়েছিলাম হাত
সামনে ছিল বজ্রতুফান, মৃত্যু অকস্মাৎ-
হার মানিনি। হারবো কেন? ছাড়বো নিজের ঘর?
তখন একাত্তর।
তখন একাত্তর।

সেদিন সকল দামাল কিশোর সাহস নিয়ে বুকে-
দাঁড়িয়েছিলাম অন্ধকারের দৈত্য-দানোর মুখে
চোখে ছিল জয়ের নেশা,তুচ্ছ মৃত্যুভয়-
আমরা সেদিন দেশ করেছি জয়।

এদেশ আমার এদেশ তোমার এদেশ সবার মা
আমার মায়ের সঙ্গে কারো তুলনা হয় না
এই মা আছে বুকের ভেতর,থাকবে জীবনভর,
তখন একাত্তর।
তখন একাত্তর।
 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন