শুক্রবার, ২৩ মার্চ, ২০১২

সেই তুমি

সেই তুমি
হাতে হাত রেখে
পড়ন্ত বিকেলে
বৃষ্টি ঝরালে
শুকনো মরুভূমির মাঝে।

এই আমি সেই আমি
কত দুঃখ কত স্মৃতি
মনে পড়ে আজ,
অগোছালো জীবন
অন্ধ পথিকের মতন
চলছিল হৃদয় পুঁড়ে।

অনেকের অনেক কথা
হৃদয় ডোবে অশ্রুজলে
মনে পড়ে আজ
জীবনের শত ক্ষত চিহ্ন গুলো।

সেই তুমি
খেয়ালী আকাশের বুকে
ঝড়ে যাওয়া জীবনটাকে
সাজালে নতুনরূপে
পাল তোলা আবেগে।

কতদিন স্বাদ নেইনি তার
বসেছি শতবার
সন্ধ্যা তাঁরার মতন
ভেসে ওঠে সরল সেই মুখ
এই আমি আজ তোমারি কারণে।

ফুলের মতন গড়েছি জীবন
জমিয়ে শত ব্যাকুলতা
অবুঝ এমন মানে না বারণ
আনমনে জেগে ওঠা সেই ভুল।

হারাতে চাই না আর
যা চাইলেই আসবে না
চিরসুখ ক’জনার কপালে রয়,
শত কষ্টের অল্প সুখ
বাঁচাতে শেখায়।

সেই তুমি
খেয়ালী নয় আপন মনে
বাঁধবে ঘর আমার বুকে
দুঃখ কষ্ট জয় করে
থাকব আমরা মহাসুখে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন