মঙ্গলবার, ৬ মার্চ, ২০১২

।। নীতি গল্প ।। (Niti Golpo)


।। নীতি গল্প ।। (Niti Golpo)
1.
একটি মুরগিকে পাওয়ার জন্য দুটো মোরগ লড়াই করছিল.................. বিজয়ী মোরগটি উচু দেয়ালে লাফ দিয়ে উঠে বিজয়ের আনন্দে চিত্কার করতে থাকল
***kukkuru kuk***
তারপর একটা ঈগল উড়ে এসে বিজয়ী মোরগটাকে তুলে নিয়ে গেল তখন পরাজিত মোরগটি এক কোনে নিজেকে লুকিয়ে ফেলল
পরে পরাজিত মোরগটিকে লুকনো জায়গা থেকে বের হয়ে মুরগির সাথে বন্ধুত্ব করে ফেলল
.
.
নীতি কথাঃ অহংকার ও দুর্বিনীতি আচরন সহজেই শত্রুর দৃষ্টি আকর্ষণ করে
2.
>অতি চালাকের গলায় দড়ি<<

একদা একটি গাধা লবনের ভারী বোঝা বয়ে নিয়ে যাবার সময় নদী পার হতে গিয়ে হোঁচট খেয়ে পানিতে বসে পড়েছিল পানির সংস্পর্শে এসে লবন গুলে একেবারে জল হয়ে গেল উঠে দাঁড়িয়ে গাধা দেখে বোঝা একদম হালকা হয়ে গেছে সে তো মহাখুশী ভাবল বিরাট এক আবিষ্কার করে ফেলেছে সে নদী পার হতে গিয়ে পানিতে বসে পড়লেই যে বোঝা হালকা হয়ে যায় এ কথা তার আগা জানা ছিল না কিছুদিন পরের
ঘটনা সেই গাধাটির পিঠেই তুলার বোঝা ক্লান্ত গাধা নদী দেখেই থুশি হয়ে উঠল চালাকি করে নদী পার হতে গিয়ে সে হোঁচট খাওয়ার ভান
করে পানিতে বসে পড়ল কিন্তু একি ? উঠে দাঁড়াতে পারছে না কেন সে ? শুকনো বোঝা তো এমন ভারী ছিল না ? ক্রমে মাথাটিও আর উঁচু
করে রাখতে না পেরে ডুবে মরে গেল গাধা সে কি জানত লবনের বোঝা পানিতে ভিজে হালকা হয়ে যায় অথচ তুলার বোঝা ভিজে হয়ে যায়
আরো ভারী ?

নীতিকথা : মাঝে মাঝে বুদ্ধির অহংকারে চালাকি করতে গিয়ে ভাগ্য এমন বিড়ম্বনা ঘটায় যা মানুষ স্বপ্নেও
ভাবতে পারে না
3.
••• ভুল করে চাওয়া •••

একটি রাখাল তার পালের একটি বাছুর খুঁজে পাচ্ছিল না খুঁজতে খুঁজতে হয়রান হয়ে সে ঈশ্বরের কাছে প্রার্খনা জানাল ,"ঈশ্বর ! চোর দেখিয়ে দিলে তোমার উদ্দেশে ছাগল বলি দেব ।" প্রার্থনা তার মন্ঞ্জুর হল হয়তো কারন কিছুক্ষণ পরেই সে বনের ভেতর গিয়ে দেখতে পেল তার বাছুরটি প্রায় থেয়ে শেষ করেছে এক বিরাট সিংহ ভয়ে রাখালের আত্নারাম খাঁচাছাড়া আকাশের দিকে দু হাত তুলে সে বলল , "ঈশ্বর রক্ষা কর চোর দেখিয়ে দিলে ছাগল বলি দেব বলেছিলাম ষাঁড় বলি দেব ঈশ্বর , এ যাত্রায়যদি সিংহের খপ্পর থেকে আমাকে তুমি রক্ষা কর ।"

নীতিকথা : মানুষ অনেক সময় না বুঝে এমন জিনিস চায় , যা পেতে না পেতে তার থেকে মুক্তি পাবার জন্য ব্যতিব্যস্ত
হয় পড়ে
4.
"দেহ অনাবৃত রাখা যদি আধুনিকতার
বিষয় হয়, তবে পশু-পাখি পৃথিবীর
সবচেয়ে আধুনিক প্রাণী।"
-
ডঃ জাকির নায়েক
5.
বাঘ এবং হরিনের দৌড় এ অনেক বার হরিন জেতে
কারন বাঘ দৌড়ায় খাবারের জন্য কিন্তু  হরিন ছোটে জীবনের টানে!!
মরালঃপ্রয়োজনের চেয়ে উদ্দেশ্যটা বেশি দরকারি
6.
>>>>>গাধা ও শিয়াল<<<<<
একদিন একটি গাধা একটি কুয়ার পাশ দিয়ে যাচ্ছিল এমন সময় সে কুয়ার ভেতর একটি শব্দ শুনতে পেল সে কুয়ার ভেতর তাকাল এবং দেখল একটি শিয়াল কুয়ার ভেতরে পড়ে গেছে শিয়াল তাকে বলল," আমাকে বাঁচাও আমি কুয়ার ভেতর পড়ে গেছি ।" তখন গাধা বলল," আমি তোমাকে কি করে উপরে তুলে আনব ?" তখন শিয়াল বলল "তুমিও নিচে নামো পরে আমি তোমার ওপর পাড়া দিয়ে উপরে উঠি ।" তখন গাধা কুয়ায় নামল এবং শিয়াল গাধার ঘাড়ে পারা দিয়ে উপরে উঠে এল তারপর গাধা বলল,"আমায় এখন উপরে তোলো ।"

তখন শিয়াল বলল," তোমাকে বাঁচাতে গেলে আমি আবার বিপদে পড়ব ।" এই বলে শিয়াল গাধাকে রেখে চলে গেল গাধা তখন বিপদে পড়ল

নীতিকথা :-পরিস্থিতি ভেবে কাউকে সাহায্য করা উচিত
7.
(***অতি আশা দুরাশা***)

ব্যাঙ দেখল ষাঁড় ভীষণ বড় তার শখ হল তার চেয়েও বড় হবার সে বেলুনের মতো নিজেকে ফোলাতে শুরু করল কুঁচকানো বিশ্রী চামড়া তার মসৃণ হয়ে উঠল একটু থেমে সে ছেলেদের জিজ্ঞেস করল ,"দেখ তো এখন ষাঁড় বড় , না আমি ?" ছেলেরা বলল,"ষাঁড় বড় ।"

ব্যাঙ আরো ফোলাতে লাগল নিজেকে এবং বলল ,"এবার ?"

ছেলেরা বলল ," এখনো ষাঁড় তোমার চেয়ে বড় ।"

রেগে গিয়ে ব্যাঙ নিজেকে আরো ফোলাতে গিয়ে বেলুনের মতো ফেটে মরেই গেল

নীতিকথা : দুর্বল সবলের চাল চালতে গেলে তার নিজেরই সর্বনাশ হয়
8.
\\\\\পিঁপড়ে ও ঘুঘুপাখি/////

তৃষ্ঞার্ত এক পিঁপড়ে নদীর জলে মুখ দিতেই তাকে স্রোতে ভাসিয়ে নিয়ে গেল একটি ঘুঘুপাখি তা দেখতে পেয়ে পিঁপড়েটির সামনে একটি গাছের পাতা ফেলে দিল পিঁপড়েটি পাতায় চড়ে বসে প্রাণ বাঁচাল
কিছুদিন পরে পিঁপড়েটি দেখতে পেল একজন শিকারি সেই ঘুঘুটির দিকে তীর ছুঁড়তে উদ্যত কুট করে সে কামড় বসিয়ে দিল শিকারির পায়ে উহ্ করে উঠতেই হাতের তীর গেল পড়ে আর শব্দ পেয়ে ঘুঘুটি ফুড়ুত্‍ করে উড়ে গেল

নীতিকথা : সবসময় উপকারের বদলে প্রত্যুপকার করতে হয়
9.
¤নিরাপত্তার শ্রেষ্ঠ উপায়¤

একটি সাপ বারবার অনেক লোকের পায়ের তলায় পিষ্ট হবার পর অতিষ্ঠ হয়ে ঈশ্বরের কাছে গিয়ে নালিশ জানাল ঈশ্বর তখন বললেন ," প্রথমবার যার পায়ের তলায় পড়েছিলে তারই পায়ে ছোবল বসিয়ে দিলে আর দ্বিতীয় ব্যক্তির পায়ের তলায় তোমাকে পড়তে হত না !"

নীতিকথা : অন্যায়ের বিরুদ্ধে প্রথমবারই যদি রুখে দাঁড়ানো যায় , তা হলে পরবর্তীতে তোমার প্রতি অন্যায় করতে কেউ সাহস পাবে না

1 টি মন্তব্য: