শনিবার, ২৪ মার্চ, ২০১২

ঘুড়ি তুমি কার আকাশে ওড়ো, তার আকাশ কি আমার চেয়ে বড় ?



ঘুড়ি তুমি কার আকাশে ওড়ো, তার আকাশ কি আমার চেয়ে বড় ?

হে আকাশ
তোমার দিকে তাকিয়ে থাকা প্রতিটি নিঃশ্বাস
পাবে কিনা জীবনে তার কাছ থেকে কোন আশ্বাস
ভালবাসতে হলে প্রয়োজন কতটুকু বিশ্বাস!

তোমাকে পাওয়াই ছিল যার ব্রত
তার মনে আজ তোমার তরে কত ক্ষত
আকাশ দেখে
বাতাস দেখে
শুধু তুমি দেখ না!
তাই বলে কি সে কষ্ট পাবে না?

চোখে কি কোন অশ্রু আসবে না, তার
ভালবাসি বলেছে তোমায় কত বার
ঠিক করে কি বলতে পারবে একবার?

জানি তা তোমার সাধ্য নয়
তবে একটা কথা জেনে রেখো
তার ক্রন্দন দেখে
বাতাস হু হু করে কেঁদে উঠে
আকাশ কেমন জানি অন্ধকার হয়ে যায়
রাত্রির শেষ লগ্নে
ফজরের আযান পড়বে যখন
পাখিগুলো ক্রন্দনের ফলে নীড়ে থাকে না তখন,
বেরিয়ে আসে যখন
নতুন দিনের শুরু হয়ে যায় তখন
ভাবনা শেষ হয় না তার অনুরণন!

তোমার শুরু হয় যখন শুভ কোন সকাল
সারা রাত ভাবতে ভাবতে ঘুমাতে যাবে এটাই তার কপাল!!

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন