বৃহস্পতিবার, ৫ জানুয়ারী, ২০১২

ইদুর ছানার ছড়া


ইদুর ছানার ছড়া
হাসনাত আমজাদ

ইঁদুর ছানার ইচ্ছে ভীষন
ঘুরতে যাবে মারকেটে
সুযোগ বুঝে পালায় সেদিন
জালের চিকন তার কেটে।

কু ঝিক ঝিক শব্দ তুলে
ছুটছে কেমন রেলখানা
অবাক চোখে তাকিয়ে দেখে
প্রাচীর ঘেরা জেলখানা।

সামনে গিয়ে আস্তে কোরে
শুধায় সে এক বন্দীকে
মারকেটে চাই যেতে আমি
পথ বলোনা কোন দিকে?

বন্দী তখন হাত উঁচিয়ে
দেয় বুঝিয়ে ইংগিতে
যে নদী, পার হয়ে যাও
চড়ে বসো ডিঙিতে।

তার কথাটা না মেনে যে
উঠতে গেলে মোটরে
একটা লোকের ধমক খেয়ে
লুকোয় গাছের কোটরে

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন