বুধবার, ১১ জানুয়ারী, ২০১২

একটি সত্যিকারের ভালোবাসার গল্পঃ


একটি সত্যিকারের ভালোবাসার গল্পঃ  

দুই প্রজাপতি একজন আরেকজনকে খুব ভালোবাসতো।। তাদের মাঝে প্রায়ই তর্ক হতো যে কে কাকে বেশি ভালোবাসে।। যাই হোক, একদিন তারা দুজনে একটা বাজি ধরল।। বাজির শর্ত ছিল, তারা যেই বাগানে থাকে সেই বাগানের সবচেয়ে সুন্দর ফুলটার উপর একদম সকালে যে আগে বসতে পারবে সেই অন্যজনকে বেশি ভালোবাসে!!

মেয়ে প্রজাপতিটা রাতে আর ঘুমাল না।। সে শুধু ভাবতে লাগলো।। ঘুমিয়ে পড়লে যদি ছেলে প্রজাপতিটা আগে চল যায়!!

খুব সকালে মেয়ে প্রজাপতিটা তাড়াতাড়ি বাসা থেকে বের হয়ে উড়তে উড়তে সবচেয়ে সুন্দর ফুলটার কাছে গেলো।। তখন ছিল একদম ভোরবেলা।। চারিপাশে আলোও ফুটেনি।।

সে গিয়ে অপেক্ষা করতে লাগলো কখন সকাল হবে আর ফুলটা ফুটবে!!

সকাল হল।। সূর্যের প্রথম কিরণ সেই বাগানের সবচেয়ে সুন্দর ফুলটার উপর পড়লো।। আর মেয়ে প্রজাপতিটা গভীর বিস্ময়ে দেখলঃ

ছেলে প্রজাপতিটা সেই ফুলের মধ্যে বসে আছে।। তার দেহে প্রান নেই।। আসলে, মেয়েটাকে সকাল বেলা চমকে দেয়ার জন্য সে গত রাত থেকেই ফুলটার মধ্যে ঢুকে যায়।। রাতে যখন ঠাণ্ডা খুব বেড়ে যায় তখন সে ঠাণ্ডায় কাবু হয়ে মারা যায়।। মরে সে ফুলের মধ্যেই থাকে।। নিজের প্রিয়তমাকে চমকে দিতে!!

মেয়ে প্রজাপতিটি এই দৃশ্য সহ্য করতে পারে না।। আগুনে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করে।।

ভালোবাসা আসলো এমনি।। আমাদের যেমন বাঁচতে শেখায় তেমনি মাঝে মাঝে অনেক বেশি দুর্বল করে ফেলে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন