শনিবার, ৭ জানুয়ারী, ২০১২

পকেট গড়ের মাঠ


পকেট গড়ের মাঠ
ওবায়দুল সমীর

কী রে অমল, শরীর খারাপ
হয় না কি ঘুম রাতে? 
ডায়াবেটিস, প্রেসার কি হাই
ধরেছে কি বাতে!


এক বাটি দুধ রোজ খাবি তুই
করবি না ভুল মোটে,
নাদুস নুদুস শরীর পাবি
ফুটবে হাসি ঠোঁটে।
আপেল, আঙ্গুর, ফলার খাবি
করবি হাঁটাহাঁটি,
ফুরফুরে মন দেখবি জীবন 
কেমন পরিপাটি।


বললো অমল: "শরীর ভালোই 
বলছি শোন দাদা,
এই বাজারে বেতন যা পাই 
যায় না মাসের আধা।
অরুচি নেই খাদ্যে কোনো 
হচ্ছি তবু কাঠ, 
কারন হলো বারো মাসই
পকেট গড়ের মাঠ।"

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন