বুধবার, ৪ জানুয়ারী, ২০১২

টিপাইয়ের বাঁধটা



টিপাইয়ের বাঁধটা
zia haq

একবার হয়ে গেলে টিপাইয়ের বাঁধটা
ঝড় হবে খড়া হবে
হবে রোদ বন্যা
আইলায় ভেসে যাবে
আদরের কন্যা


ধান যাবে পান যাবে
গান হবে বন্ধ
চারদিকে হাহাকার
ফিউচার অন্ধ!


থাকবে না ষড় ঋতু
থাকবে না শান্তি
মরুভূমি হবে নীল-
সবুজের কান্তি।


ঢেউ ছলছল নদী
মরে হবে কাষ্ঠ
গোল্লায় যাবে প্রিয়
ডিজিটাল রাষ্ট্র!


উঠবে না রংধনু
ছুটবে না পক্ষী
টাটা দিয়ে হাঁটা দিবে
প্রিয়তমা লক্ষ্মী।


একবার হয়ে গেলে
টিপাইয়ের বাঁধটা
চিরতরে ডুবে যাবে
পূর্ণিমা চাঁদটা

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন