রবিবার, ২৯ জানুয়ারী, ২০১২

কখনও বলা হয়নি

অজস্র জলন্ত স্মৃতি মনকে আমার কৃ্ষ্ণচূড়া ফুলের মাতাল সুঘ্রানের কথা স্মরন করে দেয়।
ছাঁদের শেষ প্রান্তে ফুলের দোলনায় পাশাপাশি বসে পুর্ণিমা উপভোগ করতাম, শুভ্র বাতাস এ
তোমার কেশের নাগর দোলা, আর তোমার হাতের বানানো উষ্ণ ধোঁয়া ওঠা কফি।মেঘের আকাশে
চাঁদের পাশে ছিল শুধু একটি তাঁরা কিন্তু আজ তা নেই,কফির ধোঁয়ার মত ডানা মেলে কোন অজানা
গহীন দেশে পাড়ি দিল......................
কখনও বলা হয়নি আমার দিকে চেয়ে যখন এক ফালি হাসি উপহার দিতে, অন্ধকার হৃদয়ে রংধনু
প্রদীপ আলোশিখা হয়ে রাখালের সম্মোহিত বাশিঁর সুরের ন্যয় সর্বান্ত ঝিলমিল করে ওঠে।অকারন অভিমানে
আমায় তুমি ভূল বুঝে নিজেকে যে অপরাধী বানালে সে ভূলে আজও আমি অনুতপ্তিত হই।টবে ফুল আছে
তবে নেই তার মনকারা সুঘ্রান,হাতে সেই পুরোনো কফি মগ তবে নেই তাতে ঘোলাটে ধোঁয়া,আকাশে চাঁদ
আছে তবে তার পাশে নেই জলন্ত অদ্রি তাঁরা।আজও দোলনায় বসে শূন্য বাতাসের তালে খুঁজে বেড়াই তোমার কেশের অপুর্ব নৃত্য।আমার প্রতিক্ষার প্রহর তো আর ফুরোয় না..... তবে মনের আগলে রাখা
বিশাস,জানি ফিরে তুমি আসবেই, ভালবাসার বাধানো ত্রিসীমানা ছেড়ে যাবে আর কতদূর..

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন