বুধবার, ১১ জানুয়ারী, ২০১২

এ যে দেখি চোর
ফারুক নওয়াজ

থপ থপ দরজায় মারে জোরে চাপ
এত রাতে এল বুঝি মুনিয়াকা বাপ?
ঘুম চোখে হুট করে খুলে দিই দোর
মুনিয়ার বাপ কই? এ যে দেখি চোর!

চোর ব্যাটা টাকা নিল,নিল সোনাদানা
পিতলের তালা আর ফুলদানীখানা
তারপর চলে যায় দোতলার ঘরে-
ভাবলাম দেখি ব্যাটা আর কী কী করে।

ডাইনিং রুম থেকে ডিনারের সেট
নিল ব্যাটা কাপ পিরিজ,খান্দানী প্লেট
উঁকি মেরে দেখে আমি শুয়ে পড়ি কাটে
দেখি ব্যাটা নিচে এসে চুপি চুপি হাঁটে।

হেঁটে হেঁটে চলে আসে বিছানার কাছে
তোষকের নিচে ঠিক চাবিগোছা আছে।

ঠিক ঠিকই চাবিগোছা হাতে করে নিয়ে
আলমারি খুলে ফেলে বড়চাবি দিয়ে।
শাড়ি আর প্রসাধনী আছে থরে-থরে
ভাবলাম দেখি ব্যাটা আর কী কী করে-

বিবাহের জামদানী,আরো কত শাড়ি
বিদেশি জড়োয়া আর সেন্ট রকমারি
সব কিছু নিয়ে ব্যাটা বস্তায় ভরে
ভাবলাম দেখি ব্যাটা আর কী কী করে।

শেষ মেশ ফ্রিজ থেকে মিহিদানা খেয়ে
সব নিয়ে চলে গেল দেখলাম চেয়ে।

তারপর আর কোন ভাবাভাবি নাই
চেঁচামেচি শুরু করি-চোর গেল ভাই!

ছুটে এল প্রতিবেশি আবদুর রব
তার কাছে ঘটনাটা খুলে বলি সব।
সব শুনে রব বলে নিয়ইত এই-
সবার বুদ্ধি বাড়ে চোর পালালেই।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন