মঙ্গলবার, ২৪ জানুয়ারী, ২০১২

আকাশের অনেক দিন থেকে মন ভাল নেই।


আকাশের অনেক দিন থেকে মন ভাল নেই
আকাশ ঠিক করল আজকে মিলি যতই সুযোগ না দিক ওকে বলবেই 'তোকে ভালবাসি মিলি'মিলিটা কেমন জানি! সবকিছু বুঝে আবার বুঝতে দেয় নাসবকিছু জানে আবার জানায় নাকি একটা গোলক ধাঁধাঁর মধ্যে দিয়ে দিন কাটায় আকাশ

সেই প্রথম বর্ষ থেকে একসাথে চলে

পরিচয়ের পালাটা অন্য সব মানুষের ঘটনার মতোইআকাশ ক্লাসে খুব চুপচাপআর মিলি ঠিক তার উলটোক্লাসটা সবসময় গরম করে রাখেহাসি দেখলে মনে হয় কি মজার কান্ড ঘটে যাচ্ছেআসলে কিছুই নাএমনিতেই হাসেআকাশকে ক্লাসে তেমন কেউ চেনে নাসেদিন পিকনিক নিয়ে কথা হচ্ছিল আমতলায় বসেঠিক কথা নয়আসলে হচ্ছিল ঝগড়াকেউ প্লেস পছন্দ করতে পারছিল না

আকাশ এগিয়ে গেলোএই প্রথম সাবার সামনেআমার মনে হয় কুমিল্লা যেতে পারি আমরাঢাকা থেকে কাছে, দিনে দিনে খুব সহজেই যাওয়া-আসা করা যাবে, ঝামেলা কম, স্থানের ঐতিহ্য তো আছেই, কোটবাড়ি নতুন করে সাজানো হয়েছে, শালবনের কথা না হয় নাই বললামছোট ছোট টিলা যে কারো ভাল লাগবে

কুমিল্লা আমার পছন্দ নয়আকাশের কথা শেষ হবার আগেই মিলির হম্বিতম্বিকুমিল্লা ঢাকা থেকে বেশি কাছে আর আমাদের অনেকেই হয়তঃ গেছি এর মাঝে

কিন্তু সবাই মিলে আবার গেলে খারাপ লাগার কোন কারন নেই-বলল আকাশআর সবচেয়ে বড় কথা তোমার ব্যক্তিগত পছন্দ-অপছন্দ এখানে আসছে কেন? আমরা এভাবে সবাই ব্যক্তিগত পছন্দের কথা বলতে শুরু করলে কোথাও যাওয়া হবে না আসলেসুতরাং তোমার চুপ থাকাই ভালতুমি রাজি নও এটা জানলাম

মিলি আহত হল আকাশের কথায়আকাশ তুমি আমাকে আক্রমন করে কথা বলছএটা কিন্তু ঠিক নয়

আমি মোটেই তোমাকে আক্রমন করছি নাতুমি নিজের গায়ে নিও নাসর্বক্ষেত্রে মাতব্বরীও ভাল নয়

মিলি ক্ষেপে গেলতুমি এভাবে বলছ কেন? একটা হট্টগোল লেগে গেলোসিদ্ধান্তে আসা গেল না সেদিনসেদিনের মতো সভা সমাপ্ত হল

তারপর থেকে আকাশ আবার নীরবআগের মতোই চুপচাপকিছুদিন পর ওরা একসাথে কুমিল্লাতেই পিকনিক করতে গেলসেদিন মিলি শাড়ী পড়েছিলশাড়ীতে এম্নিতেই মেয়েদের ভাল লাগেমিলিকে লাগছিলও বেশআকাশের সামনে পড়েছিল-আকাশ কিছু বলেনিযেভাবে রাগত চোখে তাকায় বলার সুযোগ নেইতাও পাশ দিয়ে যাবার সময় আকাশ বলেছিল-রাগ করলে মানুষকে যে ভাল লাগে এটা আজকে বুঝতে পারলাম আর সাথে যদি শাড়ী পরা হয় তাহলেতো কথাই নেই

মিলি ফিক করে হেসে দিলসুন্দর বললে এমন কোন মেয়ে নেই যে পছন্দ করে নাঅই ছেমড়া কাছে আয়-দেখলেতো মনে হয় ভাজা মাছ উলটে খেতে জানিস না-আসলে মোটেও তা নস তুইসেদিন ওরা তুইতে নেমে গেছিলতারপর থেকে ওরা ভাল বন্ধুএখন আর বন্ধুত্বে নেই- বলা হয়নি আর কি

তাই আকাশের আজ মন ভাল নেই

বিকেল বেলা ওরা গেছে বইমেলায়মিলি সামান্য সেজেছেওকে সামান্যতেই বেশী ভাল লাগেআজকে পটপট করে কথা বলেই যাচ্ছেকথা থামে নাআকাশ সুযোগ পায় না বলারভিতরে ভিতরে অপেক্ষা কখন বলবেবইমেলা ঘোরা হলসন্ধ্যা নেমে এসেছেকয়েকটা বই কিনে ওরা রিক্সা করে ফিরছে

২জনেই চুপচাপমিলি বলল-কিছু বল আকাশ? এভাবে চুপ মেরে আছিস কেন?

আকাশ কিছু বলতে পারল না

সন্ধায় বাইরেটা সামান্য অন্ধকারলিরলিরে বাতাস ওদের গায়ে লাগছেআচ্ছা বোকা ছেলে তুই এমন কেন বলতো-মিলি বলেতুই না প্রথম দিন আমার সাথে ঝগড়া করেছিলিতুইতো আর ১০জনের মতো হাবলু নাজানিস না ভালবাসার কথা ছেলেদের আগে বলতে হয়মেয়েরা শুনতে পছন্দ করে আর বলবে পরেআমি একটা মেয়ে হয়ে কেমন করে আগে বলি বলতুই না একটা গাঁধা

আকাশ কি বলবে বুঝে উঠতে পারল নামিলির হাতটা নিজের করে নিয়ে নিলসবসময়তো কথা বলে উত্তর দিতে হয় না

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন