শনিবার, ৭ জানুয়ারী, ২০১২

সংসার


সংসার
জুলফিকার শাহাদা

দোষ দেব ভাই কার?
তিনটি বছর ঘর করেও
পেলাম না সংসার।


সারাক্ষণই ঝগড়াঝাটি
সুখ শান্তি সবই মাটি
এধার জিনিষ ওধার করে
দোষ দেবে আমার
তিনটি বছর ঘর করেও
পেলাম না সংসার।


সংসারের হোমরা যারা 
তাদের কাছে হাজার ধারা
কোন ধারাতে কাকে ফাঁসায়
বোঝার সাধ্য কার?
তিনটি বছর ঘর করেও
পেলাম না সংসার

Bakiul Alam
এত্তো হিসেব করতে গেলে 
জীবন ফাতা ফাতা
বলছি না ভাই যা-তা...
ট্রেনের তলে বডি দেবেন 
দেবেন নাতো মাথা...
কান দিয়ে যা শোনাবে
কান দিয়ে বেরিয়ে যাবে
তাতেই জীবন সহজ হবে
মিলবে হিসেব খাতা...

Julfiker Shahadat
ট্রেনের নিচে বডি দিয়ে মুক্তি যদি পেতাম
সেখানটাতে যেতাম
কিন্তু বিধিবাম
মরার পরেও খুঁজতে আসে
লাশের কি বা নাম
তারপর ঠিক পোস্টমর্টেম কত্ত কাটাকুটি
মরার পরেও নেইত আমার ছুটি

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন