শনিবার, ৭ জানুয়ারী, ২০১২

জাতিসংঘ


জাতিসংঘ
জুলফিকার শাহাদা

কোনটা তোমার ধন দেীলত,কোনটা তোমার অঙ্গ
দাঁড়িপাল্লায় ন্যায্য হিসাব দিচ্ছে জাতিসংঘ।


কোথায় তুমি বসবে গিয়ে,কোথায় তুমি থামবে
কিংবা তুমি কোন বিমানে কোথায় গিয়ে নামবে,
কোথায় হবে বসত তোমার,কোথায় হবে রঙ্গ 
দাঁড়িপাল্লায় ন্যায্য হিসাব দিচ্ছে জাতিসংঘ।


কোন শহরে ফেলবে বোমা,কোন শহরে ফেলবে ফুল
কোন ফোরাতের রক্ত দেখে হাসবে গোটা মানবকুল,
এসব তোমায় শিখতে হবে,শিখবে সকল জঙ্গ
দাঁড়িপাল্লায় ন্যায্য হিসাব দিচ্ছে জাতিসংঘ।


কোথায় তুমি খাদ্য দেবে,কোথায় দেবে অস্ত্র
কোন দেশে ফের সৈন্য তুমি পাঠাবে সশস্ত্র
কখন তুমি মানবে নিয়ম,কখন করবে ভঙ্গ
দাঁড়িপাল্লায় ন্যায্য হিসাব দিচ্ছে জাতিসংঘ

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন