শুক্রবার, ৩ ফেব্রুয়ারী, ২০১২

একটা গল্প বলছি শুনুন। (সবাইকে পড়ার অনুরোধ করছি)


একটা গল্প বলছি শুনুন। (সবাইকে পড়ার অনুরোধ করছি)

ব্রাজিলিয়ান এয়ারলাইন এর একটি বিমান এর ইকোনমি ক্লাস ভরে আছে মানুষে। এক শ্বেতাঙ্গ মহিলা তার সিট এর সামনে এসে দাঁড়ালেন, প্রথমেই তার চোখ পরল তার পাশের সিট বসে থাকা বড়সর এক কালো চামড়ার আফ্রিকান মানুষ। দেখেই চোখ মুখ কুচকালেন সেই সাদা চামড়ার মহিলাটি। তারপর উচ্চস্বরে এয়ারহোস্টেস কে ডাকলেন তিনি। এয়ার হোস্টেস আসার পর তিনি বললেন '' আমার সিট চেঞ্জ কর দিতে হবে।'' এয়ার হোস্টেস বলল '' কেন ম্যাডাম কি হয়েছে ? ''
মহিলা রাগত স্মরে বলল '' তুমি চোখে দেখ না ? আমার সিট দেয়া হয়েছে একটা কালো মানুষের সাথে ... আমি এই সব এর সাথে বসে থাকতে পারব না।''

এয়ারহোস্টেস বলল '' দয়া করে আপনি শান্ত হন ম্যাডাম ... দেখতেই পাচ্ছেন আমাদের সিট ভরে গেছে। এখন চেঞ্জ করা কস্টসাধ্য হবে। তবুও আমি দেখছি কি করা যায়।'' এই বলে এয়ারহোস্টেস ভিতরে চলে গেল।
কালো রঙের মানুষটি অত্যন্ত অপমান বাকহারা। সে মাথা নিচু করে অপেক্ষা করছে ঘটনার পরিনতির জন্য।

এমন সময় এয়ারহোস্টেসটি ফিরে এল। এরপর বলল '' ম্যাডাম ইকোনমি ক্লাসে কোন সিট খালি নেই তবে প্রথম শ্রেণীর একটি সিট খালি আছে। কিন্তু আমরা ইকোনমি ক্লাশ এর যাত্রী দের সাধারণত প্রথম শ্রেণীতে ট্রান্সফার করি না... কিন্তু আমরা আমাদের একজন সম্মানিত গ্রাহক কে একজন অত্যন্ত বাজে মানুষের সাথে বসিয়ে রেখে তার যাত্রার আনন্দ মাটি করতে পারিনা... ''

এই বলে এয়ারহোস্টেসটি কালো মানুষটির দিকে তাকালো এবং বলল '' আর এই কারনেই স্যার আপনাকে আমরা প্রথম শ্রেণীর একটি আরামদায়ক সিট দিচ্ছি... আশা করি আপনার বাকি যাত্রা শুভ হবে '' :)

এই ঘটনা দেখে পুরা কেবিন এর যাত্রীরা হাততালি দিয়ে উঠল। কালো মানুষটার মুখে ফুটে উঠল হাসি।

লেখকঃ নুরুল আলম অনিক

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন