বৃহস্পতিবার, ৯ ফেব্রুয়ারী, ২০১২

ছড়া

দূর আকাশের নীলের মাঝে
নেইতো যেতে মানা,
ডাকবে যখন গানে গানে
মেলবো আমি ডানা।
হিমেল হাওয়ার মাঠ পেরিয়ে
যাবো অনেক দূরে,
ধবল মেঘের গাঁও ছাড়িয়ে
ডেকো গানের সুরে।

নীল সায়রে ভাসবো আমি

দিবস রাতি ভুলে,
ছায়া পথে বাঁধবো বাসর
কথার মালা খুলে।

ক্লান্তি যদি আসে পাখায়

তারার দেশে নেমে,
উষ্ণ বুকের পালক ছুঁয়ে
মিশে যাব প্রেমে।


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন