সোমবার, ৬ ফেব্রুয়ারী, ২০১২

Notes



সুন্দর একটি বিকেল,


আকাশে পাখি উড়ছে, মৃদু হাওয়া বইছে।


পার্কে বসে এমনি সুন্দর দিনে


একটি ছেলে আর একটি মেয়ে একসাথে খেলা করছিলো।


ছেলেটির কাছে খুব সুন্দর কিছু মার্বেল ছিল।


এবং মেয়েটির কাছে ছিল কিছু চকোলেট।
ছেলেটি মেয়েটিকে বলল-



"আমি তোমাকে আমার সব মার্বেল দিয়ে দেব,

যদি তুমি তার বদলে তোমার সব চকোলেট আমাকে দিয়ে দাও।"

মেয়েটি রাজী হল;



ছেলেটি তার মার্বেলের সংগ্রহ থেকে সবচেয় বড়

এভং সবচেয়ে সুন্দর মার্বেলটি লুকিয়ে রেখে;

বাকি মার্বেলগুলো মেয়েটিকে দিয়ে দিল!


কিন্তু মেয়েটি তার কথা অনুযায়ী সব চকোলেট 


ছেলেটিকে দিয়ে দিল। :)


সেই রাতে মেয়েটি শান্তিতে ঘুমাচ্ছিল,

কিন্তু ছেলেটা ঠিক মত ঘুমাতে পারছিল না;

তার মাথায় শুধু একটা ভাবনাই ছিল যে,

সে যেমন মেয়েটিকে সব মার্বেল দেয় নি।

মেয়েটিও তার সাথে একি কাজ করে নিতো? :(

গল্পটির শেষে শুধু এটুকুই বলতে পারি,



আপনি যদি আপনার সম্পর্ককে ১০০% না দিতে পারেন,

তখনি আপনার মনে হবে সেও হয়ত আমাকে ১০০% দেয় নি।

তখনি সম্পর্কে সন্দেহর সৃষ্টি হবে।

এবং সম্পর্কটি নষ্ট হয়ে যাবে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন